Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩০, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

দ্বিতীয় দিনে মুখোমুখি হচ্ছে স্পেন-নেদারল্যান্ডস্

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৩, ১৩ জুন ২০১৪

আপডেট: ১২:৪৫, ১৪ জুন ২০১৪

প্রিন্ট:

দ্বিতীয় দিনে মুখোমুখি হচ্ছে স্পেন-নেদারল্যান্ডস্

ঢাকা: ফিফা বিশ্বকাপ আসরের দ্বিতীয় দিনে শুক্রবার দিনগত রাত ১ টায় মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন স্পেন এবং রানার-আপ নেদারল্যান্ডস্।

২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে এই দুটি দল শেষবার মিলিত হয়েছিল। যেখানে ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জয় করে স্পেন।

এদিকে দিনের অপর একটি খেলায় স্যামুয়েল ইতোর ক্যামেরুন মুখোমুখি হবে মেক্সিকোর। এর আগে কখনোই বিশ্বকাপে কোন আফ্রিকান প্রতিপক্ষকে হারাতে পারেনি মেক্সিকো।

২০১০ সালের দক্ষিন আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে দেয়া একটি গোলে পরাজিত হয়েছিল নেদারল্যান্ডস্। আজ তাদের সেই ফাইনালের প্রতিশোধ নেয়ার দিন। তবে সেই ফাইনালটি আরো স্মরণীয় হয়ে রয়েছে শৃঙ্খলাভঙ্গের কারণে।

মারমুখী খেলার জন্য ঐ ম্যাচে ১২ জন খেলোয়াড়কে কার্ড দেখান ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব। সব মিলিয়ে এই খেলাটি দেখার জন্য দর্শকদের কারণের অভাব হবে না। ফিফা র‍্যাংকিংয়ে বর্তমানে স্পেনের অবস্থান প্রথম এবং নেদারল্যান্ডসের অবস্থান পনেরতম।এই দুটি দল শেষবার মিলিত হয়েছিল ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে। যেখানে ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জয় করে স্পেন।

এদিকে দিনের অপর একটি খেলায় স্যামুয়েল ইতোর ক্যামেরুন মুখোমুখি হবে মেক্সিকোর। এর আগে কখনোই বিশ্বকাপে কোন আফ্রিকান প্রতিপক্ষকে হারাতে পারেনি মেক্সিকো।

সব মিলিয়ে এই খেলাটি দেখার জন্য দর্শকদের কারণের অভাব হবে না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer