Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

দ্বিতীয় দফা পরীক্ষায়ও দুধে মিলেছে ‘অ্যান্টিবায়োটিক’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ১৩ জুলাই ২০১৯

আপডেট: ২০:২৮, ১৩ জুলাই ২০১৯

প্রিন্ট:

দ্বিতীয় দফা পরীক্ষায়ও দুধে মিলেছে ‘অ্যান্টিবায়োটিক’

ঢাকা: প্রাণসহ ৫ কোম্পানির দুধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বারের পরীক্ষাতেও মিলেছে ক্ষতিকর ৪ ধরণের অ্যান্টিবায়োটিক। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫টি কোম্পানির ৭টি পাস্তুরিত প্যাকেটজাত দুধের একই জায়গা থেকে সংগৃহীত নমুনা এবং একই জায়গা থেকে খোলা দুধের সংগৃহীত ৩টি নমুনা, অর্থাৎ সর্বমোট ১০টি নতুন নমুনায় অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পরীক্ষা করা হয়। এবারও সবগুলো নমুনাতেই অ্যান্টিবায়োটিক সনাক্ত করা গেছে। অ্যান্টিবায়োটিকের মোট সংখ্যা ছিল ৪টি (অক্সিটেট্রাসাইক্লিন, এনরোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন এবং লেভোফ্লক্সাসিন)। এর মধ্যে আগের বারে ছিল না এমন অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে ২টি (অক্সিটেট্রাসাইক্লিন ও এনরোফ্লক্সাসিন)।

১০টি নমুনার মধ্যে ৩টিতে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে ৪টি, ৬টিতে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে ৩টি এবং ১টিতে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে ২টি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer