Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

দৌলতদিয়ায় তিন কিলোমিটার দীর্ঘ গাড়ির লাইন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ১৯ জানুয়ারি ২০২২

আপডেট: ১২:৪৫, ১৯ জানুয়ারি ২০২২

প্রিন্ট:

দৌলতদিয়ায় তিন কিলোমিটার দীর্ঘ গাড়ির লাইন

ফেরি ও ঘাট সংকটে রাজবাড়ীর দৌলতদিয়াঘাটে তীব্র যানজট চলছে গত দুই দিন ধরে। বুধবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় তিন কিলোমটিার জুড়ে এবং যানজট এড়াতে গোয়ালন্দ মোড়-কুষ্টিয়া সড়কের রাজবাড়ী ট্র্যাফিক পুলিশ আরও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রেখেছে।

তবে যাত্রীবাহী বাস ও ছোট ছোট প্রাইভেটকার অগ্রাধিকার ভিত্তিতে আগে পার হতে পারছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক জামাল হোসেন আরটিভি নিউজকে জানান, নাব্য সংকটে সব ঘাটে ফেরি এখন ভিড়তে পারছে না। দৌলতদয়িা–পাটুরিয়া নৌপথে ২০টি ফেরি বরাদ্দ আছে। এখন সেখানে ছোট বড় ১৪-১৫টি ফেরি চালু আছে। তাও আবার অতি পুরাতন হওয়ায় মাঝে মধ্যে ১-২টি ফেরিতে যান্ত্রিক ক্রুটির কারণে ঘাটে বসে থাকে।

তিনি আরও বলেন, ফলে গত তিন মাস ধরে উভয় ঘাটেই নিত্য যানজট হচ্ছে। আর মাওয়া ঘাট স্বাভাবিক না হওয়ায় ওই পথের গাড়িগুলো দৌলতদিয়া আসায় যানজট বাড়ছে। তাছাড়া দুদিন ধরে একটি বড় ফেরি পাটুরিয়ায় মেরামতে থাকায় সামান্য কিছু গাড়ি আটকে যানজট হয়েছে। তবে আজকের মধ্যেই কমে যাবে বলে আশা করা হচ্ছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer