Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

দেশের সাংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দেশের সাংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

ঢাকা : বাংলাদেশের সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

‘পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সংবাদমাধ্যম স্বাধীনতা ভোগ করছে। তাই বাংলাদেশের সংবাদমাধ্যমের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মনে করি’, বলেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে বাংলাদেশ, ভারত, তার্কি. নেপাল, শ্রীলংকা ও ভুটানের প্রেস কাউন্সিল চেয়ারম্যানরা সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

বাংলাদেশে প্রেসে কতটুকু স্বাধীনতা আছে জানতে চাইলে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রেস স্বাধীনতা ভোগ করছে। ইউকের (যুক্তরাজ্য) মতো দেশে ১০৮ বছরের পুরনো একটি সংবাদপত্রে ভুল সংবাদ প্রকাশের জন্য পত্রিকা বন্ধ হয়ে গেছে; বিবিসির মতো একটি প্রতিষ্ঠান সেখানে একজন এমপির বিরুদ্ধে ভুল তথ্য প্রকাশ করায় নির্বাহী পরিচালকসহ প্রতিষ্ঠানটির অনেক কর্মকর্তা পদত্যাগ করছেন।

তিনি বলেন, আমরাও আমাদের দেশের সংবাদমাধ্যমকে ইউকের মতো পর্যায়ে নিয়ে যেতে চাই।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ৪৪টি টেলিভিশনের লাইসেন্স দিয়েছে। তার মধ্যে ৩৩টি টেলিভিশন চলছে। ঢাকাসহ সারাদেশে প্রায় ২০০ দৈনিক পত্রিকা চালু আছে এবং ৩০০০ ওয়েব পোর্টাল চালু আছে ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer