Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

দেশের সশস্ত্র বাহিনী কখনো পিছিয়ে থাকবে না: প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ২ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

দেশের সশস্ত্র বাহিনী কখনো পিছিয়ে থাকবে না: প্রধানমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সর্বোচ্চ সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কখনো পিছিয়ে থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পিতভাবে তিন বাহিনীর উন্নয়নে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের ২০৪১ সালে সমৃদ্ধ দেশের জন্য অগ্রসেনা হয়ে কাজ করার আহ্বান জানান সরকারপ্রধান।

দেশের চলমান অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সদাপ্রস্তুত।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেন আমাদের সশস্ত্র বাহিনী চলতে পারে। কারণ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের সশস্ত্র বাহিনী অংশগ্রহণ করে। বিশ্বের অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের চলতে হয়। কাজেই আধুনিক প্রযুক্তি ও আধুনিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সব ধরনের সরঞ্জামাদি সম্পর্কে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় প্রশিক্ষিত হবে, জ্ঞানলাভ করবে। সেটাই আমার চেষ্টা। যেন আমরা কারোর থেকে পিছিয়ে না থাকি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer