Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে : ৬ ডিগ্রি সেলসিয়াস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ২৩ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে : ৬ ডিগ্রি সেলসিয়াস

ঢাকা : দেশের শীতলতম অঞ্চল হিসেবে পরিচিত চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে গত তিন দিন ধরেই শ্রীমঙ্গলে শীত বেড়ে চলেছে। ঠান্ডা বাতাস আর তীব্র শীতে ভোগান্তি বেড়েছে এ অঞ্চলের মানুষের। বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন মঙ্গলবার ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

অপরদিকে হাকালুকি হাওর, কাওয়াদিঘিসহ অন্যান্য হাওরবেষ্টিত এলাকার নিম্নআয়ের মানুষও চরম দুর্ভোগে রয়েছেন বলে জানা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer