Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

দেশের সব নদীর পূর্ণাঙ্গ তালিকা চেয়েছেন হাইকোর্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ২১ নভেম্বর ২০২১

প্রিন্ট:

দেশের সব নদীর পূর্ণাঙ্গ তালিকা চেয়েছেন হাইকোর্ট

দেশের সব নদীর পূর্ণাঙ্গ তালিকা করে তা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সারা দেশে নদী দখলমুক্ত করতে কি পরিকল্পনা নেয়া হয়েছে তাও দাখিল করতে বলা হয়েছে।এছাড়া নদীদখল মুক্ত করতে সরকারের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছেন উচ্চ আদালত।

এক আবেদনের শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, ছয় মাসের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নদী রক্ষা কমিশনকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer