Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩, ১৯ জুলাই ২০১৯

প্রিন্ট:

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকা: রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বিকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বিকাল ৩টা ২২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের অরুনাচল প্রদেশে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর স্থায়িত্ব ছিল প্রায় ১০ সেকেন্ড।

তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩শ’ কিলোমিটার দূরে। সিলেট ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। ফলে মৃদু্ ভূমিকম্পেই নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।

সিলেট নগরের এক বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে নগরীর অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা ভূমিকম্পের বিষয়টি টের পাননি।

নগরীর জামতলা এলাকার সেলিম উদ্দীন জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে তার ভবনটি কেঁপে ওঠে। সবাই আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer