Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

‘দেশে শিক্ষা ব্যবস্থায় জনসম্পদ তৈরি করছে না’

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৩, ১০ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

‘দেশে শিক্ষা ব্যবস্থায় জনসম্পদ তৈরি করছে না’

যশোর : দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় জন সম্পদ তৈরি করছে না। জব মার্কেটের প্রতিযোগিতায় টিকে রাখার কৌশল তৈরি করছে। এ অবস্থা চলতে থাকলে আগামীতে দেশের শিক্ষিতের হার বৃদ্ধি পাবে কিন্তু জন সম্পদ তৈরি হবে না। এখনই আমাদের শিক্ষানীতি পরিবর্তন করে জন সম্পদ তৈরি করার নীতির আলোকে করতে হবে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সনদ তৈরি করেই দায়িত্ব শেষ করছে। যা বাঙালি জাতির জন্য কলংকজনক ছাড়া কিছুই না।

উচ্চ শিক্ষার মানোন্নয়ন ও প্রতিবন্ধকতা আমাদের করণীয় বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বুধবার সকালে যশোর জিলা স্কুলের অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান,কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক পাভেল চৌধুরী, যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম আজিজুর রহমান, ওয়াল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম আবদুস সামাদ।

ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোর্শেদা চৌধুরী। সেমিনারে যশোরের বিভিন্ন কলেজের প্রায় ২০০ অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত. ওয়ার্ল্ড ইউনিভার্সিটি প্রায় ৮ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে সেমিনার আয়োজন করে আসছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer