Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

দেশে ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন: ইসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৩, ২ মার্চ ২০২১

প্রিন্ট:

দেশে ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন: ইসি

দেশে বর্তমান ভোটার সংখ্যা ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জনে। ভোটার তালিকা হালনাগাদের পর এই সংখ্যা দাঁড়িয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটার তালিকা হালনাগাদ শেষে আজ মঙ্গলবার (২ মার্চ) চূড়ান্ত এ তালিকা প্রকাশ করে ইসি। হালনাগাদে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।

তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন। নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন। আর তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৪৪১জন।

এবার হালনাগাদে মৃত্যুজনিত কারণে ১৬ হাজার ৪৯৯ জনের নাম বাদ দেওয়া হয়েছে। নতুন অন্তর্ভুক্তি হয়েছে অর্থাৎ নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer