Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দেশে ফিরেই গ্রেপ্তার নাভালনি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ১৮ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

দেশে ফিরেই গ্রেপ্তার নাভালনি

জার্মানি থেকে দেশে ফিরেই গ্রেপ্তার হলেন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি।স্থানীয় সময় রোববার রাতে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে নামামাত্রই তাকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নাভালনি। যে বিমানবন্দরে তার অবতরণের কথা ছিল, সেখানে জড়ো হয়েছিল হাজারো মানুষ। তবে সেখানে তার উড়োজাহাজটি অবতরণ না করে অবতরণ করে শেরেমেতিয়েভো বিমানবন্দরে।

একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় গত বছরের আগস্টে এককাপ চা পানের পরই অসুস্থ হন ৪৪ বছর বয়সী নাভালনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় জার্মানি। বিষাক্ত নার্ভ এজন্টে নোভিচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।

রাশিয়া সরকারের বিরুদ্ধে তাকে হত্যার চেষ্টার অভিযোগ করে আসছেন নাভালনি। তবে ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করে আসছে।

বিবিসি জানায়, নাভালনি ও তার স্ত্রী স্থানীয় সময় রাত ৮টার পরই মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে নামেন। তবে তাদের বিমান নামার কথা ছিল নুকোভো বিমানবন্দরে। নাভালনিকে বহনকারী উড়োজাহাজে ছিলেন বেশ কিছু সাংবাদিকও।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer