Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

দেশে ফিরলেন নৌকাডুবিতে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৫, ২১ মে ২০১৯

প্রিন্ট:

দেশে ফিরলেন নৌকাডুবিতে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি

ঢাকা : ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে তাদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে। গত ১০ই মে বিভিন্ন দেশ হয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাটি ডুবে যায়। এতে নিহত হন অন্তত ৬০ জন। নিহতদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। নৌকাডুবির ঘটনায় ১৫ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ।

উদ্ধারের পরপরই তাদের আশ্রয় হয় তিউনিসিয়ার উপকূলীয় শহর জার্জিসে। বাংলাদেশ সরকারের তৎপরতায় তারা দেশে ফিরছেন আজ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer