Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই : খাদ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই : খাদ্যমন্ত্রী

ছবি- সংগৃহীত

ঢাকা : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মিয়ানমারের নাগরিক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাড়তি চাপে দেশে আপাততঃ খাদ্য সংকট দেখা দেয়ার কোনো সম্ভাবনা নেই।
তিনি মঙ্গলবার সংসদে জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।

বর্তমানে খাদ্য অধিদপ্তর ও বিশ্ব খাদ্য কর্মসূচির মধ্যে সম্পাদিত ‘এমওইউ’র’ মাধ্যমে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ধারে খাদ্যশস্য সরবরাহ করা হচ্ছে।

মন্ত্রী সরকারি দলের নিজাম উদ্দিন হাজারির অপর এক প্রশ্নের জবাবে বলেন, সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে কৃষি উপকরণ, ভর্তুকিসহ অন্যান্য সুবিধা প্রদান অব্যাহত রেখেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer