Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ২২ জুন ২০২১

প্রিন্ট:

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৭৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০২ জনে। এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৪ হাজার ৮৪৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬১ হাজার ১৫০ জন।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৩৮৫ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৫ হাজার ২৮ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ।

এর আগে সোমবার দেশে করোনায় ৭৮ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৪ হাজার ৬৩৬ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ৮৩৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ১২৮ জন। যা গত কয়েক দিনের তুলনায় অনেক কম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer