Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

দেশে অক্সফোর্ডের টিকাগ্রহীতার শরীরে এক মাসে ৯২ শতাংশ এন্টিবডি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১২, ১৩ মে ২০২১

প্রিন্ট:

দেশে অক্সফোর্ডের টিকাগ্রহীতার শরীরে এক মাসে ৯২ শতাংশ এন্টিবডি

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকাগ্রহণের একমাস পর টিকাগ্রহীতার শরীরে ৯২ শতাংশ ও দুই মাস পর ৯৭ শতাংশ এন্টিবডি তৈরি হয়েছে। আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর, বি) যৌথ গবেষণার ফলাফলে এই তথ্য জানা গেছে।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গবেষণায় সকল বয়সী টিকাগ্রহীতার মধ্যে এন্টিবডির উপস্থিতি পাওয়া যায়। অন্যান্য রোগে আক্রান্ত থাকা কিংবা না থাকার সঙ্গে এন্টিবডির উপস্থিতির তেমন পার্থক্য দেখা যায়নি। যারা আগে কোভিড আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে টিকাগ্রহণের পর ৪ গুণ বেশি এন্টিবডি তৈরির প্রমাণ মেলে গবেষণায়।

প্রাথমিকভাবে ১২০ জনের শরীরে টিকার কার্যকারিতা পর্যালোচনা করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইডিসিআর ও আইসিডিডিআর, বি`র যৌথ গবেষণায় দেশের বিভিন্ন কেন্দ্রে ৬ হাজার ৩০০ জন টিকাগ্রহীতার মধ্যে টিকা নেয়ার পরবর্তী দুই বছর পর্যন্ত বিভিন্ন সময়ে রক্তে এন্টিবডির উপস্থিতি পর্যালোচনা করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer