Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

দেশ টিভির নতুন এমডি আরিফ হাসান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ৬ নভেম্বর ২০২১

আপডেট: ১৯:৪১, ৬ নভেম্বর ২০২১

প্রিন্ট:

দেশ টিভির নতুন এমডি আরিফ হাসান

বেসরকারি দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন আরিফ হাসান। শনিবার সকালে যোগদান করেন তিনি।

দেশ টিভির ডিএমডি হিসেবে ২০০৯ সালে থোকে কর্মরত আরিফ হাসান। এছাড়াও অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

প্রতিষ্ঠানটির ম্যানেজার তওসিফ সাইফুল্লাহ  বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে প্রতিষ্ঠানটির এমডি ছিলেন আওয়ামী লীগের ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তিনি দেশ টিভির প্রতিষ্ঠাকাল থেকে এ পদে ছিলেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ২০০৯ সালে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল হিসেবে যাত্রা শুরু করেছিল দেশটিভি। চ্যানেলটি মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, অসামপ্রদায়িক আর সমপ্রীতির মর্মবাণী তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলকে দেশের দর্শকদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরার পাশাপাশি বিশ্বের কাছে তুলে ধরেছে ইতিবাচকভাবেই। দেশের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার ক্ষেত্রে দেশটিভি চেষ্টা করেছে নিরলসভাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer