Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

দুর্গাপূজা শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ১৫ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দুর্গাপূজা শুরু

ঢাকা : মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সোমবার সকালে কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠীপূজা হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের মণ্ডপে মণ্ডপে বইছে উৎসব আমেজ। ঢাক ঢোল, কাঁসা ও শঙ্খের আওয়াজ আর উলুধ্বনিতে মুখর প্রতিটি মণ্ডপ। সকাল থেকেই প্রতিটি মন্দিরে চণ্ডীপাঠ করা হয়।

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে এই উৎসবে পূজার পাশাপাশি মন্দিরগুলোতে থাকছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, বস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতাসহ নানা আয়োজন। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শেষ হবে আগামী শুক্রবার দেবী বিসর্জনের মধ্য দিয়ে। এদিকে, পূজার উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি মন্দিরেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer