Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

দুবাইয়ে খেলার অনুমতি মেলেনি সাকিবের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩০, ২২ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দুবাইয়ে খেলার অনুমতি মেলেনি সাকিবের

ঢাকা : হাতের আঙুলের ইনজুরি এখনও পুরোপুরি ঠিক হয়নি সাকিব আল হাসানের। এরই মধ্যে নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টি ১০ লিগে খেলার অনুমতি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন সাকিব।


তবে বিসিবি সাকিবকে অনুমতি দেয়নি। বিসিবির একটি বিশ্বস্ত সূত্রে বিষয়টি জানা গেছে। আঙুলের চিকিৎসা নিয়ে সাকিব গত সপ্তাহে দেশে ফিরেছেন।

অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছিলেন, তিন মাস পর ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। কিন্তু সাকিব দেশে ফিরে ইঙ্গিত দেন, আঙুলের অবস্থা ভালো অনুভব করলে এক মাস পরই তিনি ক্রিকেটে ফিরতে পারেন।

মূলত টি ১০ লিগ খেলার লক্ষ্য থেকেই এমনটা জানিয়েছিলেন তিনি। কিন্তু ২০১৯ বিশ্বকাপের আগে দলের অন্যতম সেরা খেলোয়াড়কে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ বিসিবি। এ জন্যই দুবাইয়ে টি ১০ লিগে খেলার অনুমতি দেয়া হয়নি সাকিবকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer