Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

দুপুরে শহীদ মিনারে নেওয়া হবে তোয়াব খানের মরদেহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ৩ অক্টোবর ২০২২

আপডেট: ১২:১৪, ৩ অক্টোবর ২০২২

প্রিন্ট:

দুপুরে শহীদ মিনারে নেওয়া হবে তোয়াব খানের মরদেহ

ছবি- সংগৃহীত

দৈনিক বাংলার প্রয়াত সম্পাদক ও বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে সোমবার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। তার আগে দৈনিক বাংলা কার্যালয়, জাতীয় প্রেস ক্লাব ও গুলশানের আজাদ মসজিদে হবে তাঁর জানাজা।

তোয়াব খানের ছোট ভাই ওবায়দুল কবীর এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার সকাল ১০টায় তেজগাঁওয়ে দৈনিক বাংলা ও নিউজবাংলার কার্যালয়ে তোয়াব খানের মরদেহ নেওয়া হবে। সেখানে প্রথম জানাজার পর মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবাই শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে দুপুর ১টা থেকে জাতীয় প্রেস ক্লাবে তোয়াব খানের মরদেহ রাখা হবে এবং সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে গুলশানে মরহুমের নিজ বাসভবনে। বাদ আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। গত শনিবার দুপুরে ৮৭ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer