Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

দুই হাজার ছাড়ালো যশোরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৪, ১৩ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

দুই হাজার ছাড়ালো যশোরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

যশোর : যশোরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় যশোরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪  ডেঙ্গু রোগী। ২১ জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুই হাজার ৩১ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৬জন। চিকিৎসকরা জানিয়েছেন,এডিস মশার পাশাপাশি এলভাটিকাস নামে নতুন মশা এ অঞ্চলে রোগ ছড়াচ্ছে। যে কারণে স্থানীয় ভাবে রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত যশোরে ২ হাজার ৩১ ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৭৯৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৩৬জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ৮৫ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৮ জন ও বেসরকারি হাসপাতালে ৩৩জন।

যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার উবায়দুর কাদির উজ্জ্বল জানান, এডিস মশার পাশাপাশি এলভাটিকাস নামে নতুন মশায় রোগ ছড়াচ্ছে। সেই সাথে পরিচ্ছন্নতা অভিযান সঠিকভাবে না হওয়ায় স্থানীয় রোগীর সংখ্যা বেড়েছে। অনেককে আইসিইউতে নেয়ার প্রয়োজন হলেও সেটা করা সম্ভব হচ্ছে না।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer