Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

দীর্ঘ ১৩ বছর শুক্রবার দেখা যাবে ক্ষুদ্রতম চাঁদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ১২ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

দীর্ঘ ১৩ বছর শুক্রবার দেখা যাবে ক্ষুদ্রতম চাঁদ

ঢাকা : দীর্ঘ ১৩ বছর পর আবারও শুক্রবার পূর্ণিমার রাতে দেখা যাবে ক্ষুদ্রতম চাঁদ। ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞানীদের মতে, ক্ষুদ্রতম চাঁদের ক্ষেত্রে চাঁদ ১৪ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছোট দেখা যায়। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দুই লাখ ৫১ হাজার ৬শ` ৫৫ মাইল হলেই ক্ষুদ্র হিসেবে ধরা হয়। কিন্তু এবার তার থেকেও ৮শ` ১৬ মাইল দূরে থাকবে চাঁদ।

উপবৃত্তাকার কক্ষপথের জন্য চাঁদ কখনও পৃথিবীর সামনে আসে, কখনও দূরে চলে যায়। সেই মতো শুক্রবার ১৩ সেপ্টেম্বর চাঁদ পৃথিবী থেকে দূরতম স্থানে অবস্থান করবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এর আগে ২০০৬ সালের জানুয়ারি মাসে চাঁদকে ক্ষুদ্র আকারে দেখা গিয়েছিল। এবার পূর্ণিমা শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর সকাল ৭টা ৩৬ মিনিটে। আর পূর্ণিমা ছাড়বে ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা ৩ মিনিটে। ফলে এই সময়ের মধ্যে চাঁদকে সব থেকে ছোট দেখাবে। ১৩ বছর পর চাঁদকে এতটা ছোট আকারে দেখতে চাইলে শুক্রবার সন্ধ্যা থেকেই আকাশের দিকে খেয়াল রাখতে হবে। আকাশ মেঘলা না থাকলে এই ক্ষুদ্র আকৃতির চাঁদ পূর্ণভাবে দেখা যাবে বলে বিজ্ঞানীরা জানিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer