Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

দিল্লিতে আজ ভারত–বাংলাদেশ প্রতিরক্ষা বৈঠক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ১১ আগস্ট ২০২২

আপডেট: ১৬:১৬, ১১ আগস্ট ২০২২

প্রিন্ট:

দিল্লিতে আজ ভারত–বাংলাদেশ প্রতিরক্ষা বৈঠক

প্রতিরক্ষা ইস্যুতে বৃহস্পতিবার দিল্লিতে বৈঠকে বসছে ভারত–বাংলাদেশ। করোনা অতিমারির কারণে মাঝে দু’‌বছর এই বৈঠক হয়নি। সূত্রের খবর, বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার–উজ–জামান উপস্থিত থাকবেন। আর ভারতের হয়ে থাকবেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার।

বাংলাদেশ পররাষ্ট্র  মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেছেন, ‘‌প্রতি বছরই এই বৈঠক হয় দু’‌দেশের মধ্যে। কিন্তু গত দু’‌বছর এই বৈঠক হয়নি। প্রতিরক্ষা বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের ভাল সম্পর্ক রয়েছে। প্রতিনিয়ত দু’‌দেশের প্রতিরক্ষা আধিকারিকরা যাতায়াত করছেন। বায়ুসেনা প্রধানরা আসা–যাওয়া করছেন। জাহাজ আসছে। ট্রেনিং চলছে।’‌  আরও কীভাবে সম্পর্ক বাড়ানো যায়, সেটি আলোচনায় থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer