Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

দিল্লি ডেয়ারডেভিলস এখন দিল্লি ক্যাপিটালস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩, ৫ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দিল্লি ডেয়ারডেভিলস এখন দিল্লি ক্যাপিটালস

 

আইপিএলে দিল্লির ফ্র্যাঞ্চাইজি এতদিন দিল্লি ডেয়ারডেভিলস বলেই পরিচিত ছিলো। ২০০৮ থেকে এই নামে পরিচিতি পাওয়া দলটি নতুন নাম ঘোষণা করেছে নিজেদের। এখন থেকে দলটি পরিচিত হবে দিল্লি ক্যাপিটালস নামে। দলটির নতুন লোগও প্রকাশ হয়েছে মঙ্গলবার।

২০০৮ সাল থেকে খেলতে থাকা এই দল প্রথম দুই সংস্করণে সেমিফাইনালিস্ট হিসেবে খেলেছে। এর পর সেভাবে সফলতা বলতে প্লে-অফ; তাও ৯ বছর আগে ২০১২ সালে।

এতদিন জিএমআর গ্রুপ এর মালিকানায় থাকার পর এই বছরেই শেয়ার ভাগাভাগি করেছে মুম্বাই ভিত্তিক প্রতিষ্ঠান জিন্ডাল সাউথ ওয়েস্ট স্পোর্টসের সঙ্গে। শুধু মালিকানায় পরিবর্তনই নয়, এই বছর টেবিলের নিচে থেকে শেষ করা দলটি সংস্কারের পথে হাঁটছে সফলতার আশায়।১০ জনের মতো ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। একই সঙ্গে শিখর ধাওয়ানের মতো হাইপ্রোফাইল তারকাকে দলে ভিড়িয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer