Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

দিলীপ সেনের দুটি কবিতা

প্রকাশিত: ১৩:৫৪, ২৮ মে ২০২০

প্রিন্ট:

দিলীপ সেনের দুটি কবিতা

শত্রু

আমি আজ নিজেকেই
বিশ্বাস করতে পারছি না ।

আমার নাসিকা
বিশ্বাস করতে পারছে না আমার দুটি ঠোঁট
আমার ঠোঁটও
নিরাপদ মনে করছে না
আমার নিঃশ্বাস ...

আমি আজকে নিজেকে
মিত্র ভাবতে পারছি না
হাতের আঙুলগুলোকেও অনিরাপদ মনে করছে
আমার দু`চোখ ।

একে একে সবাই
শত্রু হয়ে যাচ্ছে প্রতিদিন`
এমনকি তুমিও আমার আমিও তোমার!

 

ভ্রান্তিবিলাস

কি-যে হয়েছে আমার !
ভুলে যাই বার, তারিখও থাকে না মনে...

শুধু ভুল হয়ে যায় -
আর এদিকে এক একটি রাত্রি
সকাল গড়ায়।

এখন খাড়া দুপুর ।
এ মধ্য দুপুরেও
ছায়াহীন হয়ে বেঁচে আছি আমি।

কখন গড়াবে নব বিকেলের রোদ
ফিরে পাবে শিশুরা আহা মুখর সন্ধ্যা !

থাকি বা নাই থাকি - এই দুর্বিপাকে
মনে রেখো তোমাদের ভ্রান্তিবিলাস
অনেক ক্ষতি করেছে আমাদের! 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer