Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

দারুণ জয় ছিনিয়ে নিল মাশরাফির রংপুর রাইডার্স

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৫, ৬ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দারুণ জয় ছিনিয়ে নিল মাশরাফির রংপুর রাইডার্স

ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনেই দারুণ জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ঢাকা দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সকে ৮ রানে হারিয়ে দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

রংপুরের ১৬৯ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রানে থামে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। ব্যাট হাতে রুশো-বোপারার দাপটের পর বল হাতে রংপুরকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাশরাফি-শফিউল-ফরহাদ রেজারা।

১৭০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে খুলনা টাইটান্সকে দারুণ সূচনা এনে দেন আইরিশ তারকা পল স্টার্লিং এবং জুনায়েদ সিদ্দিকী। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে এনে দেন ৯০ রান। ৩০ বলে ৩ চার ১ ছক্কায় ৩৩ করা জুনায়েদকে ফিরিয়ে দিয়ে জুটি ভাঙেন হাওয়েল। ৩৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন স্টার্লিং। খুলনার দূর্গে দ্বিতীয় আঘাত হানেন শফিউল। এই পেসারের বলে বোল্ড হয়ে যান নাজমুল হাসান শান্ত (১)।

৪৬ বলে ৮ চার ১ ছক্কায় ৬১ রান করা বিধ্বংসী রুশোকে থামান রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাশের বলে বোল্ড হয়ে যান রুশো। খুলনা টাইটান্সের আশার প্রদীপ হয়ে ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত ১৭ বলে ২৪ রান করে ফরহাদ রেজার বলে মাশরাফির দারুণ এক ক্যাচে পরিণত হন তিনি। শফিউলের দ্বিতীঢ শিকার হন আরিফুল হক (১২)। শেষ ওভারে জয়ের জন্য কুমিল্লার দরকার ছিল ২০ রান।

এর আগে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রাইলি রুশোর অপরাজিত হাফ সেঞ্চুরি এবং রবি বোপারার ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৯ রান তুলে বর্তমান চ্যাম্পিয়নরা। দলীয় ১৮ রানে মেহেদী মারুফের (৫) উইকেট হারায় রংপুর। এরপর অ্যালেক্স হেলসকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন রুশো। তবে জহির খানের বলে এলবিডাব্লিউ হয়ে যান ৯ বলে ১৫ রান করা হেলস। মোহাম্ম মিঠুনও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৯ রানে শিকার হন ব্র্যাথওয়েটের।

এরপরেই ১০৪ রানের অবিচ্ছিন্ন দারুণ এক জুটি গড়েন রুশো এবং বোপারা। রুশোর ৫২ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংসে ছিল ৮টি চার এবং ২টি ছক্কা। অন্যদিকে রবি বোপারা ২৯ বলে ৩ চার এক ছক্কায় করেন অপরাজিত ৪০ রান। এই দুজনের ব্যাটেই বড় সংগ্রহ পায় রংপুর রাইডার্স। খুলনার হয়ে একটি করে উইকেট নিয়েছেন আলী খান, জহির খান এবং ব্র্যাথওয়েট।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer