Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ ও চিনির শুল্ক কমল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৫, ১৪ অক্টোবর ২০২১

প্রিন্ট:

দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ ও চিনির শুল্ক কমল

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পেঁয়াজ ও চিনির দাম নিয়ন্ত্রণে শুল্ক কমিয়েছে। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে। চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) কমিয়ে ৩০ শতাংশ থেকে ২০ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১১ অক্টোবর (সোমবার) পেঁয়াজের শুল্ক প্রত্যাহার, অপরিশোধিত সয়াবিন তেল, পাম তেল ও চিনির শুল্ক হ্রাস করতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়। সেদিন দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার জন্য আয়োজিত সভায় এ অনুরোধ জানানো হয়েছিল।


এ অনুরোধের তিনদিন পর পেঁয়াজ ও চিনি আমদানির শুল্ক কমল। ১৪ অক্টোবর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। চিনির ওপর নতুন শুল্কহার কার্যকর থাকবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পেঁয়াজের ওপর নতুন শুল্কহার কার্যকর থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।


আরও পড়ুন: পেঁয়াজের শুল্ক প্রত্যাহারে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ

 

সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম অতিমাত্রায় বেড়েছে। মূল্যের এই ঊর্ধ্বগতির পেছনে মূলত পূজার কারণে ভারত থেকে পেঁয়াজ কম আসা ও সেখানে দাম বাড়ার অজুহাত দেওয়া হয়েছে। ৪৫ টাকা কেজি পেঁয়াজের দাম হঠাৎ করেই বেড়ে ৮০ টাকা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের নিয়ে ১১ অক্টোবর বৈঠক আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। তারপর পেঁয়াজের মূল্য কিছুটা কমে। বর্তমানে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।


এ বিষয়ে কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, শুনেছি পূজার কারণে ভারত থেকে পেঁয়াজ কম আসছে। সেই সাথে সেখানে দামও কিছুটা বাড়তি। মূলত এ কারণেই আমাদের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।


উল্লেখ্য, প্রতিদিন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে দুটি দল ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় গুরুত্বপূর্ণ বাজার মনিটরিং করছে। সেই সাথে সারাদেশে জেলা-উপজেলায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer