Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

দাঙ্গার আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ৩০ মে ২০২০

প্রিন্ট:

দাঙ্গার আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্স শহরের পুরো প্রাণকেন্দ্র জ্বালিয়ে দিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছেন বিক্ষোভকারীরা -এমনটাই জানিয়েছে মার্কিন পুলিশ।শুধু ফিনিক্স শহর নয়, জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি শহরে চলছে এ ধরণের ধ্বংসাত্মক প্রতিবাদ।

টুইটারে টুইট করে ফিনিক্স পুলিশ জানিয়েছে, পুরো ডাউনটাউন এলাকায় মানুষের সম্পদ ভাঙচুর করা হয়েছে। বেশ কিছু বিক্ষোভকারী অপরাধীর মতো আচরণ করছেন। এই এলাকার কোনও প্রতিষ্ঠানের দরজা জানালার কাঁচ আর অবশিষ্ট নেই।

গ্রেপ্তার করা হয়েছে কয়েক ডজন বিক্ষোভকারীকে। নিয়ন্ত্রণে নেই শহরটির পরিস্থিতি। সবকিছু নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের ১৭০০ সদস্যকে মিনিয়াপোলিসে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখনও শহরটিতে প্রায় বন্দী অবস্থায় আছেন আড়াই হাজার পুলিশ সদস্য।

পোর্টল্যান্ড সিটি পুলিশ বর্তমান পরিস্থিতিকে দাঙ্গা বলে ঘোষণা করেছে। তারা বলছে, সামরিক বাহিনী মোতায়েন না করলে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer