Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করার নির্দেশ সিইসি’র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৯, ১০ ডিসেম্বর ২০১৮

আপডেট: ১৩:৪১, ১০ ডিসেম্বর ২০১৮

প্রিন্ট:

দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করার নির্দেশ সিইসি’র

ঢাকা : নির্বাচনে দল-মতের ঊর্ধ্বে উঠে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কাজ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার সকালে নির্বাচন কমিশন ভবনে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিটদের ব্রিফিং এ নির্দেশনা দেন সিইসি ও নির্বাচন কমিশনাররা।

এসময় আতঙ্ক নয়, ভোটারদের কাছে আস্থার পরিবেশ সৃষ্টি করতে শাস্তি দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের। একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে সিইসি বলেন, রাগ বা অনুরাগ হয়ে কোনো পদক্ষেপ নেয়া যাবে না।

তিনদিনের এই ব্রিফিং এ আজ (১০ ডিসেম্বর) প্রথম ধাপে অংশ নেন ২১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভোট গ্রহণের আগের দিন ও পরের দুই দিন নির্বাচনী মাঠে নিয়োজিত থাকবেন তারা। তিন ধাপে ৬৪০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer