Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

দনবাসে আক্রমণ জোরদারে পুতিনের নির্দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ৫ জুলাই ২০২২

প্রিন্ট:

দনবাসে আক্রমণ জোরদারে পুতিনের নির্দেশ

রাশিয়ান বাহিনী কৌশলগত লিসিচানস্ক শহর দখলের পরে প্রেসিডেন্ট পুতিন সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকার আরো গভীরে আক্রমণ জোরদার করার নির্দেশ দিয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এক বৈঠকে পুতিনকে জানান, মস্কো বাহিনী এখন লুগানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।লড়াইয়ের যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে- তাতে এই যুদ্ধে কোন ছাড় দেয়া হবে না।

রাশিয়া এখন গোটা দোনেৎস্ক অঞ্চলের দিকে দৃষ্টি দেবে- একথা উল্লেখ করে পুতিন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে বলেন, এখন যেখানে রাশিয়ান বাহিনী অবস্থান করছে সেখান থেকে তাদের অভিযান অব্যাহত রাখতে হবে।

পুতিন বলেন, পূর্ব গ্রুপ এবং পশ্চিম গ্রুপসহ সামরিক ইউনিটগুলো পূর্বে অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

তিনি বলেন, ‘আমি আশা করি যে- সবকিছু তাদের দিক থেকে চলতে থাকবে, এখন পর্যন্ত যেমনটি ঘটেছে লুগানস্কে।’

ইউক্রেনের সেনাবাহিনী রবিবার বলেছে, তারা সৈন্য সংখ্যা এবং গোলাবারুদে রাশিয়ান বাহিনীর তুলনায় গৌণ হয়ে পড়ায়, সৈন্যদের জীবন রক্ষার জন্য লিসিচানস্ক থেকে পিছু হটেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার প্রাত্যাহিক রাতের ভাষণে রাশিয়ান বাহিনীর হামলার তীব্রতার কথা উল্লেখ করে বলেন, ‘শত্রু বাহিনী সুমি সীমান্ত অঞ্চল, খারকিভ সিটি এবং ডনবাস অঞ্চলে সন্ত্রাস অব্যাহত রেখেছে।’

তিনি বলেন, ‘তাদেরকে হটাতে হবে। কঠিন কাজটির জন্য প্রয়োজন অতি মানবীয় প্রচেষ্টা। তবে আমাদের আর কোন বিকল্প নেই।
পাঁচ মাস ধরে এই যুদ্ধ চলছে।

ইউক্রেন সুইজারল্যান্ডে এক পুনর্গঠন সম্মেলনে সোমবার বলেছে, দেশ পুনর্গঠনে ৭৫০ বিলিয়ন ডলার খরচ হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer