Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

দক্ষিণ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ১৬ জানুয়ারি ২০১৭

আপডেট: ২২:১১, ১৬ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

দক্ষিণ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন

ছবি: আইএসপিআর

ঢাকা : দক্ষিণ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৩ জানুয়ারি ৮৫০ জনের নতুন পদাতিক কন্টিনজেন্টের অগ্রগামী দলের প্রথম ফ্লাইটের মাধ্যমে দক্ষিণ সুদানে মোতায়ন কার্যক্রম শুরু হয়।

এর আগে গত বছরের ডিসেম্বরে জাতিসংঘ সদর দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী খুবই অল্প সময়ে বাংলাদেশ থেকে ৮৫০ জনের একটি পদাতিক কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে মোতায়েনের সিদ্ধান্ত গৃহিত হয়।

উল্লেখ্য, দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন এ নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী গত ২০১১ সাল থেকে অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer