Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের ফোনালাপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২০, ৬ অক্টোবর ২০২০

প্রিন্ট:

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের ফোনালাপ

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউন হোয়ার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। বাংলাদেশে আটকে পড়া কর্মী ও শিক্ষার্থীদের ফিরিয়ে নেয়ার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছেন ড. মোমেন। মঙ্গলবার টেলিফোন আলাপে এ অনুরোধ জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউন হোয়াকে টেলিফোন করেন। টেলিফোনে ড. মোমেন বলেন, কভিড মহামারির প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া থেকে দেশে আসা কর্মী ও শিক্ষার্থীরা বাংলাদেশে আটকে পড়েছেন। তারা ভিসা জটিলতায়ও পড়েছেন। তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বাংলাদেশে একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার খোলার জন্য কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। এই সেন্টার থেকে দক্ষিণ কোরিয়ার নিয়োগদাতারা যেন দক্ষ কর্মী নিতে পারেন।

এ ছাড়াও, ফোনালাপে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন ড. মোমেন। এ সময় কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে একযোগে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer