Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

দ. কোরিয়ার জন্মহার এ যাবত কালের মধ্যে সর্বনিম্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ২৬ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

দ. কোরিয়ার জন্মহার এ যাবত কালের মধ্যে সর্বনিম্ন

ঢাকা : দক্ষিণ কোরিয়ায় জন্মহার কমার ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়েছে, ৫ কোটি ১০ লাখ জনসংখ্যার এ দেশে ২০১৯ সালে মাত্র তিন লাখ শিশু জন্ম নিয়েছে। খবর এএফপি’র।
বিশ্বের যে সকল দেশে মানুষ দীর্ঘদিন বাঁচে সে সকল দেশের মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া।

স্যাটিস্টিকস কোরিয়া জানায়, ২০১৯ সালে দেশটিতে মোট তিন লাখ তিন হাজার একশ’ শিশু জন্ম নিয়েছে। এ সংখ্যা আগের বছরের তুলনায় ৭.৩ শতাংশ কম।

জনসংখ্যার ভারসাম্য রক্ষার জন্য যে জন্মহার থাকা প্রয়োজন তার তুলনায় দেশটির এ হার ০.৯২ শতাংশ কম। দক্ষিণ কোরিয়ার জনসংখ্যার ভারসাম্য স্থিতিশীল রাখার জন্য ২.১ শতাংশ জন্ম হার প্রয়োজন। আর দেশটিতে পরপর দ্বিতীয় বছর জন্ম হার হ্রাস পেল।

শিশুদের লালন-পালন করা অনেক কঠিন হয়ে পড়ায় দক্ষিণ কোরিয়ার নারীরা দিন দিনই সন্তান নিতে অনিহা প্রকাশ করছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer