Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

আগামী বৃহস্পতিবার পর্যটন নগরী বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের পর্যটন স্পটগুলো ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার থানচি উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণি ওসমানী স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এই নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং নদী পথে বড় মদক এলাকা সফর করবেন। তার সফরকালে সকল পর্যটক ও পর্যটকবাহী নৌযান সমূহকে ৩০ সেপ্টেম্বর  তিন্দু ও রেমাক্রী ইউনিয়নে নদী পথে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করছে উপজেলা প্রশাসন।

বুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং দুই দিনের সফরে থানচি উপজেলায় গমন করেন। এ সময় তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। বৃহস্পতিবার নদী পথে থানচির দুর্গম তিন্দু ও রেমাক্রী ইউনিয়নে সফর করার কথা রয়েছে তার।

উল্লেখ্য, থানচির তিন্দু ও রেমাক্রী ইউনিয়নে বড় পাথর রেমাক্রী নাফাখুম ঝর্নাসহ বেশকিছু দর্শনীয় স্থান রয়েছে যার সৌন্দর্য্য দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক ও পাহাড়প্রেমীরা নদী পথে এ ইউনিয়ন দুটিতে ভ্রমণ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer