Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ত্রাণ দিতে গিয়ে বিপদজনক অবস্থায় যেন না হয়: কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ৪ এপ্রিল ২০২০

আপডেট: ১৮:২২, ৪ এপ্রিল ২০২০

প্রিন্ট:

ত্রাণ দিতে গিয়ে বিপদজনক অবস্থায় যেন না হয়: কাদের

ঢাকা : শঙ্কিত না হয়ে করোনা মোকাবিলায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার দুপুরে তিনি সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান। ত্রাণ সামগ্রী বিতরণের নামে কোনোভাবেই জমায়েত না করতে প্রশাসনের প্রতি এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই আমাদের শঙ্কিত হওয়া চলবে না। বরং সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে।

এ সময় তিনি আরও বলেন, ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে যেন জনাকীর্ণ অবস্থা তৈরি না করি বিপদজনক অবস্থায় না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

কাদের বলেন, কোনো অবস্থাতে জমায়েত করা যাবে না। সচেতনতার জন্য যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে তাদের সহযোগিতা করতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer