Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪১, ১৫ জানুয়ারি ২০২২

প্রিন্ট:

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শনিবার সকাল ৬টায় এটি রেকর্ড করা হয় বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ।

এর আগে শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এদিকে মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোটার মতো কুয়াশা ঝরায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, তীব্র শীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষজন কাহিল হয়ে পড়েছে। শীতের কাপড় না থাকায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন কাজে যেতে পারছে না। কাজে যেতে না পারায় তারা বিপাকে পড়েছে। দ্রুত সরকারি সহায়তা চেয়েছেন এ অঞ্চলের মানুষজন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer