Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

তুরাগ তীরে মুসল্লিদের ঢল : অপেক্ষা আখেরি মোনাজাতের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

তুরাগ তীরে মুসল্লিদের ঢল : অপেক্ষা আখেরি মোনাজাতের

ঢাকা : হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ৫৫তম বিশ্ব ইজতেমা। রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে।

মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা জমশেদ। শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ নদের পাড়ে ইতোমধ্যে মুসল্লিদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো ময়দানমুখী মুসল্লিরা।

এদিকে মোনাজাত উপলক্ষে ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে জয়দেবপুর চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের মীরের বাজার থেকে টঙ্গী ও আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাস সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer