Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

তুরস্কের মসজিদেগুলোতে মুরসির গায়েবানা জানাজা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ১৮ জুন ২০১৯

প্রিন্ট:

তুরস্কের মসজিদেগুলোতে মুরসির গায়েবানা জানাজা

ঢাকা: তুরস্কের বিভিন্ন মসজিদে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার মুরসি আদালতে পড়ে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। এর একদিন পর মঙ্গলবার তাকে দাফন করা হয়। ২০১২ সালে মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুরসি।

ক্ষমতায় আসার এক বছর পরই ২০১৩ সালে মুরসির বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয় এবং সেনাবাহিনী মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে। তখন থেকেই মুরসি কারাগারে বন্দী ছিলেন। মুরসি ক্ষমতাচ্যুত হবার পর মিশরের কর্তৃপক্ষ তার সমর্থক এবং মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করে।

২০১৪ সালে তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগ আনা হয়েছিল। এরপর ২০১৬ সালের জুন মাসে তথ্য পাচারের এ মামলায় তাকে দোষী সাব্যস্ত করেন নিম্ন আদালত। আদালত মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer