Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

তীব্র শৈত্যপ্রবাহের কবলে রাজশাহী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭, ২৯ ডিসেম্বর ২০১৮

আপডেট: ১০:৫৩, ২৯ ডিসেম্বর ২০১৮

প্রিন্ট:

তীব্র শৈত্যপ্রবাহের কবলে রাজশাহী

ঢাকা : রাজশাহীতে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। শনিবার সকাল আটটা পর্যন্ত রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছয় ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। দিনভর বয়ে যাওয়া হিমেল হাওয়ায় মানুষ অনেকটাই কাবু হয়ে যায়। সন্ধ্যার পর বাজার ফাঁকা হয়ে যায়।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, শুক্রবার দেশের এবং মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়। সারাদিনই হিমেল হাওয়া বইতে থাকে।

আকাশ ছিল মেঘমুক্ত পরিষ্কার। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি। আবহাওয়া অফিস আরও জানায়, এর আগের দিন রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছয় দশমিক সাত ডিগ্রি এবং বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer