Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

তিন মাস ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ১০ নভেম্বর ২০২১

আপডেট: ২১:৩১, ১০ নভেম্বর ২০২১

প্রিন্ট:

তিন মাস ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

চলতি বছরের ডিসেম্বর হতে আগামী বছরের ২২ মার্চ পর্যন্ত প্রায় টানা চার মাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকবে। ১০ ডিসেম্বর হতে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে রানওয়ে।

মূলত রানওয়ের সংস্কার কাজের কারণে এ চার মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক উইং কমান্ডার এ এইচ এম তৌহিদ উল আহসান এ তথ্য জানিয়েছেন।

বিমানবন্দর পরিচালক জানিয়েছেন, শীতকালে ঘনকুয়াশার কারণে বেশিরভাগ বিমানবন্দরে রাতের ফ্লাইটের সময়সূচী পরিবর্তন হয়। এরই ধারাবাহিতায় বাংলাদেশেও এ পরিবর্তন করা হয়েছে। এজন্যই এ সময়কে সংস্কার কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।

ফ্লাইট শিডিউল পাওয়ার পরই দিনের শিডিউলের সাথে রাতের ফ্লাইটগুলো সমন্বয় করা হবে বলেও জানিয়েছেন শাহজালাল বিমানবন্দর নির্বাহী পরিচালক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer