Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

তিন তিনটে সূর্য দিয়ে গড়া সৌরজগৎ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা!

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ২৪ জুলাই ২০২২

প্রিন্ট:

তিন তিনটে সূর্য দিয়ে গড়া সৌরজগৎ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা!

জানেন কি, বিশ্বব্রহ্মাণ্ডে এমনও সৌরজগত আছে যেখানে একটা নয়, রয়েছে তিন তিনটে সূর্য। সেরকমই এক সৌরজগত খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের ধারণা, একসময় চারটে সূর্য ছিল, বাকি তিনটে মিলে একটিকে গিলে খেয়ে নিয়েছে। খবর আজকাল`র।

পৃথিবী থেকে ১৫০ আলোকবর্ষ দূরে রয়েছে ‘টিডব্লু হাইড্রি’ নক্ষত্রপুঞ্জ। সেখানেই রয়েছে সিস্টেম বা সৌরজগত যার নাম দেওয়া হয়েছে এইচডি ৯৮৮০০। এখানেই রয়েছে তিনটে সূর্য। এর মধ্যে দুটো কাছাকাছি অবস্থান করছে এবং ঘুরে চলেছে একে অন্যকে বেষ্টন করে। তিন নম্বরটি আকারে সবথেকে বড়, সেটি ওই দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, জোড়া সূর্যদুটি নিজেদের প্রদক্ষিণ করতে সময় নেয় ২৪ ঘণ্টা। এই জোড়া সূর্যের মিলিত ভর আমাদের সূর্যের ভরের ১২ গুণ।

কোপেনহেগেন ইউনিভার্সিটির নিলস-বোর ইনস্টিটিউটের আলেহান্দ্রো ভিগনা-গোমেজ বলছেন, ‘যতদূর জানি, এরকম প্রথম আবিষ্কার হল। আমরা টার্শিয়ারি (তিন তারা বিশিষ্ট) সিস্টেমের কথা জানি কিন্তু তা এত বিশাল নয়।’ জানা গেছে, আবিষ্কৃত সিস্টেমটি এতই উজ্জ্বল যে তা খুঁজে বের করেছে অপেশাদার মহাকাশ গবেষকদের কমিউনিটি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer