Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

তাবিথের ওপর হামলার ঘটনা গুরুত্ব সহকারে দেখা উচিত : কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৫, ২২ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

তাবিথের ওপর হামলার ঘটনা গুরুত্ব সহকারে দেখা উচিত : কাদের

ঢাকা :ঢাকার দুই সিটি নির্বাচনের গণসংযোগে কোনো প্রার্থী বা তার সমর্থকদের ওপর হামলা হয়ে থাকলে নির্বাচন কমিশনই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নালিশনির্ভর দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার সকালে কক্সবাজারের কলাতলীর সুগন্ধা পয়েন্টে সম্প্রসারিত চার লেন সড়কের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন সেতুমন্ত্রী।

কাদের বলেন, কোনো প্রার্থীর ওপর বা কোনো প্রার্থীর ক্যাম্পেনের ওপর যদি কোনো হামলা হয়ে থাকে, তাহলে সে বিষয়টি নির্বাচন কমিশনের দেখবে।

তিনি বলেন, বিএনপি কোনো আন্দোলনও সফল হতে পারে না। তাই তারা নালিশনির্ভর হয়ে গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer