Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় ১৮ জন নিহত, দ্রুত তদন্তের নির্দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ২২ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় ১৮ জন নিহত, দ্রুত তদন্তের নির্দেশ

ঢাকা : তাইওয়ানে উপকূলীয় পর্যটন রুটে এক ট্রেন দুর্ঘটনায় ১৮ জন নিহত হওয়ায় সোমবার দেশটির প্রেসিডেন্ট তা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। এ দ্বীপ রাষ্ট্রে ২৭ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

রোববার দেশটির জনপ্রিয় পূর্ব উপকূলীয় ট্রেন লাইনে এ দুর্ঘটনায় আরো ১৮৭ জন যাত্রী আহত হয়েছে।

পরিবহন মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে আট বছরের এক শিশু ও ১২ থেকে ১৩ বছর বয়সের জুনিয়র উচ্চ বিদ্যালয়ে পড়–য়া দুই শিক্ষার্থী রয়েছে।

সোমবার কর্মকর্তারা জানান, তাইওয়ানের উত্তরপূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে এ ঘটনায় এখনো কিছু সংখ্যক যাত্রী নিখোঁজ থাকায় তাদের সন্ধানে সেখানে অব্যাহতভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

প্রেসিডেন্ট তিসাই ইং-ওয়েন সোমবার জিনমা স্টেশনে যান। কেননা, এর খুব কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনার ব্যাপারে সকলে উদ্বিগ্ন। সেখানের পরিস্থিতি স্পষ্টভাবে তুলে ধরতে এবং তা দ্রুত তদন্তে আমি প্রসিকিউটরদের নির্দেশ দিয়েছি।’
তিসাই এ ঘটনায় শোক প্রকাশ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer