Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

তদন্ত স্থগিত চেয়ে ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহর রিট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৩, ২৭ মে ২০২১

প্রিন্ট:

তদন্ত স্থগিত চেয়ে ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহর রিট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি’র তদন্ত কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

বৃহস্পতিবার (২৭ মে) রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. শহিদুল্লাহ্ব লেন, ‘গত ২৩ মে রিটের আবেদন হাইকোর্টে দাখিল হরা হয়। রিট আবেদনে কলিমউল্লাহকে তলব করা ইউজিসির নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।’

এর আগে গত ১৫ মে ইউজিসি ভিসি কলিমউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য একটি নোটিশ দেয়। রিট আবেদনে ওই নোটিশের কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে। আইনজীবী মো. শহিদুল্লাহ্ আরও জানান, ‘ইউজিসি গত ১৩ এপ্রিল ভিসি অধ্যাপক নাজমুল আহসান কালিমউল্লাহকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুই জন কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে প্রাসঙ্গিক নথি নিয়ে হাজির হতে নোটিশ দেয়। কিন্তু গত ১২ মে কলিমউল্লাহ ইউজিসির কাছে চলমান লকডাউন শেষে কার্যালয়ে হাজির হওয়ার জন্য সময় চেয়ে ইউজিসিকে একটি আবেদন পাঠিয়েছিলেন। তিনি (কলিমউল্লাহ) আবেদনে বলেছিলেন যে, তিনি ৬০ বছর বয়স্ক এবং কোভিড মহামারিজনিত কারণে তিনি প্রাসঙ্গিক নথির জন্য বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন না।

আইনজীবী মো. শহিদুল্লাহ্ বলেন, ‘কিন্তু তার (ভিসির) গত ১২ মে’র আবেদন নিষ্পত্তি না করেই ইউজিসির সিনিয়র সহকারী সচিব (আইন) গত ২০ মে কলিমউল্লাহকে প্রাসঙ্গিক কাগজপত্রসহ ইউজিসি অফিসে হাজির হওয়ার অনুরোধ জানিয়ে একটি নোটিশ জারি করেন। যা অবৈধ এবং এর কোনও আইনি ভিত্তি নেই।’

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer