Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ঢাবির `খ` ইউনিটের পরীক্ষায় প্রথম হয়েছেন নাহনুল কবির নুয়েল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ২৭ জুন ২০২২

প্রিন্ট:

ঢাবির `খ` ইউনিটের পরীক্ষায় প্রথম হয়েছেন নাহনুল কবির নুয়েল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত `খ` ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নাহনুল কবির নুয়েল।নুয়েল ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র। তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট ৯৬ দশমিক ৫ পেয়ে প্রথম হয়েছন।

আজ সোমবার, ২৭ জুন দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফল ঘোষণা করেন।

ঢাবির `খ` ইউনিটে ফেলের হার ৯০ শতাংশঢাবির `খ` ইউনিটে ফেলের হার ৯০ শতাংশ
এ বছর `খ` ইউনিটে আবেদন করেছিলেন ৫৮ হাজার ৫৭৩ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৫৬ হাজার ৯৭২ শিক্ষার্থী। পাস করেছেন মাত্র ৫ হাজার ৬২২ জন। যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer