Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ঢাকায় সব ফ্লাইট স্থগিত করল এমিরেটস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৩, ২২ মার্চ ২০২০

প্রিন্ট:

ঢাকায় সব ফ্লাইট স্থগিত করল এমিরেটস

ঢাকা : করোনার বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত হচ্ছে। গত শনিবার রাত ১২টা থেকে ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে আকাশ যোগাযোগ স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যাত্রী নেই অভ্যন্তরীণ রুটের ফ্লাইটেও। এ অবস্থায় আগামী ৩১ মার্চ পর্যন্ত ফ্লাইট কার্যক্রম বন্ধ করল এমিরেটস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমিরেটস বাংলাদেশ কার্যালয় জানায়, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের আলোকে এমিরেটস ২২-৩১ মার্চ পর্যন্ত দৈনিক তিনটি যাত্রীবাহী ফ্লাইট স্থগিত রাখবে। আমাদের সংকট ব্যবস্থাপনা কেন্দ্র সার্বিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করছে।

আর্থিক তথ্যের জন্য গ্রাহকদের www.emirates.com/bd/english/help/travel-update/#3515 এই ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ জানিয়েছে এমিরেটস।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer