Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ঢাকায় চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ১৩ জুন ২০২১

প্রিন্ট:

ঢাকায় চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা

ছবি- সংগৃহীত

দেশে পৌঁছেছে চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা। রোববার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ বিমানবাহিনীর দুটি বিমান। 

এর আগে এদিন সকালে সিনোফার্মের ৬ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ আর্মির দুটি সি-১৩০জে বিমান।

এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়। 

চীনের সিনোভ্যাক লাইফ সায়েন্সেস লিমিটেডের ভ্যাকসিন ‘করোনা ভ্যাক’ অনুমোদন দিয়েছে সরকার। জরুরি ব্যবহারের জন্য রবিবার সরকার ইমার্জেন্সি ইউজ অথোরাইজেশন (ইইউএ) ইস্যু করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer