Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবসে বর্ণাঢ্য আয়োজন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৭, ২১ জুন ২০১৯

প্রিন্ট:

ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবসে বর্ণাঢ্য আয়োজন

ছবি: ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন

ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রায় ৭০০০ মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে ৫ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। বাংলাদেশের বিভিন্ন ক্রীড়া ও যোগ সংস্থা এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করে। সংস্কৃতি ও ক্রীড়া জগতের অনেক তারকাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের যোগ প্রশিক্ষক ও শিক্ষার্থীরা সাধারণ যোগ নিয়মাবলী ও বিভিন্ন যোগাসন প্রদর্শন করেন। বাংলাদেশের বিভিন্ন শহরে ভারতীয় সহকারী হাই কমিশনসমূহের উদ্যোগে একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন যোগ সংস্থা ও প্রতিষ্ঠান আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করার জন্য পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer