Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ পুননির্ধারণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ১৮ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ পুননির্ধারণ

ঢাকা : অবশেষে ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।এর আগে ৩০ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল ইসি। এদিন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার কারণে এ তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, টেলিফোন করে এ বৈঠকে নির্বাচন সংক্রান্ত যে কর্মকর্তারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের উপস্থিত থাকতে বলা হয়। জরুরি এই বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিতি ছিলেন।

এর আগে দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, কমিশনের জরুরি বৈঠক হবে। সেখানে আমাদের যেতে বলা হয়েছে।

দুপুরে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানো আদৌ সম্ভব কিনা তা কমিশন বসে সিদ্ধান্ত নেবে বলে জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

তবে বিকাল সোয়া ৪টার দিকে বৈঠক শুরুর সময় রিটার্নিং কর্মকর্তাদের দেখা যায়নি। সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে চার নির্বাচন কমিশনার বৈঠকে বসেন।

মাগরিবের নামাজের বিরতির সময় বেরিয়ে এলে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের জিজ্ঞাসায় বলেন, ‘আমরা আলোচনা করছি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer