Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে চার কোটি টাকা উধাও, ২ কর্মকর্তা আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ১৮ জুন ২০২১

প্রিন্ট:

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে চার কোটি টাকা উধাও, ২ কর্মকর্তা আটক

ছবি- সংগৃহীত

রাজধানীর বংশালে ঢাকা ব্যাংকের ব্রাঞ্চের ভল্ট থেকে চার কোটি টাকা উধাওয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকের দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা হলেন, ব্রাঞ্চের ক্যাশ-ইনচার্জ রিফাজুল হক ও ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদ।

বৃহস্পতিবার ওই ব্রাঞ্চের কর্মকর্তারা ভল্ট থেকে চার কোটি টাকা উধাওয়ের ঘটনা জানতে পারে। এরপর ওইদিনই তাদের বংশাল থানা-পুলিশে সোপর্দ করা হয়।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়নি, তাই ৫৪ ধারায় আটক করে রিফাজুল হক ও এমরান আহমেদকে কোর্টে পাঠানো হয়েছে।’

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer