Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ঢাকা-দুবাই রুটে এমিরেটসের ফ্লাইট বাড়ছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৫, ১ অক্টোবর ২০২০

প্রিন্ট:

ঢাকা-দুবাই রুটে এমিরেটসের ফ্লাইট বাড়ছে

ঢাকা-দুবাই-ঢাকা রুটে এমিরেটসের অতিরিক্ত আরও দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে। এতে ঢাকায় এয়ারলাইন্সটির সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা দাঁড়াবে ৯টি। আগামী ৪ অক্টোবর থেকে সোম ও শুক্রবার অতিরিক্ত এ ফ্লাইটগুলো পরিচালিত হবে।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এমিরেটস।

এতে বলা হয়, ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর। ইকে ৫৮৩ ফ্লাইটটি সকাল ১০টায় ঢাকা ছেড়ে দুপুর ১টায় দুবাই পৌঁছাবে। অন্যদিকে ইকে ৫৮২ একই দিন রাত ২টায় দুবাই ছেড়ে সকাল ৮টায় ঢাকায় অবতরণ করবে। emirates.com ওয়েবসাইট কিংবা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট বুক করা যাবে।

এমিরেটস জানায়, গ্রাহক ও স্টাফদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সর্বাধিক প্রাধান্য দিয়ে এমিরেটস ক্রমান্বয়ে তার বৈশ্বিক নেটওয়ার্ক বিস্তার করে চলেছে। এর অংশ হিসেবে ১ অক্টোবর উগান্ডার এন্টিবিতে এবং ২ অক্টোবর ওমানের মাসকাটে শুরু হচ্ছে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট। এর ফলে এয়ারলাইন্সের নেটওয়ার্কে মোট গন্তব্যের সংখ্যা হবে ৯৪টি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer